মৌলভীবাজার জেলা নির্বাচনে কালো টাকা ছড়াছড়ির অভিযোগ!

    0
    211

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮ডিসেম্বর,এম এম সামছুল ইসলামঃ সারাদেশে একযোগে রাত পোহালেই জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে এখনো চলছে নিরব প্রচারণা ! কিন্তু এবারই প্রথম এ নির্বাচনে অভিযোগ উঠেছে ভোট নিতে বিশাল অংকের কালো টাকার ব্যবহার করছেন কিছু প্রার্থী।

    শুনতে অবাক লাগছে ! অনেক প্রার্থী এখনো তাদের ভোটকে নিশ্চিত করতে কাঙ্কিত ভোটারদের নিকট গোপনীয় ভাবে যোগাযোগ রাখছেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, এ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হচ্ছে। নির্বাচনকে ঘিরে অনেক ভোটারই তাদের ভাগ্য বদল করে নিতে চান! জেলার বিভিন্ন এলাকার সর্বত্র চায়ের কাপে গরম গরম সুরে চলছে হিসেব নিকেশ। কেহ কেহ বলছেন কে পরবেন শেষ বারের বিজয়ী মালা। এত হিসেব নিকাশের  পরেও সর্বশেষ আলোচনায় চলে এসেছে মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে  আওয়ামীলীগ নেতা আজিজ (চশমা)-বিএনপি নেতা শাহীন (আনারস) এর নাম। শেষ মুহুর্তে কে কত ভোটের ব্যবধানে শেষ হাসি হাসছেন, তা দেখার জন্য চেয়ে আছে জেলার সাধারণ জনগন।