মৌলভীবাজার জেলার বড়লেখায় শিবির-পুলিশ সংঘর্ষ

    0
    291

    আমারসিলেট24ডটকম,৩০নভেম্বরঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় আজ অবরোধ চলাকালে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ১৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করেছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুর ১২টার দিকে বড়লেখা উপজেলার কাঁঠালতলী বাজারে  শিবিরের নেতা-কর্মীরা বড়লেখা-কুলাউড়া রাস্তা অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ইকবাল হোসেন নামের এক পুলিশ সদস্যসহ ১০ জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে  আনতে প্রায় ১৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে পুলিশ।

    এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করে। আটককৃকতরা হলেন: বাবুল আহমদ (২০), নূরুল ইসলাম (১৭), সাইফুল ইসলাম (১৯),  ছাইদুল হক (২০), জাবেদ আহমদ (২১), নাজমুল ইসলাম (১৮), শাহাব উদ্দিন( ২১), কামরুল ইসলাম (২০) ও আব্দুল মুহিত (১৮)। পুলিশের একটি  সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃত সবাই শিবিরকর্মী।