মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা

    0
    216

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রসাসন।আজ সোমবার বিকেল পাঁচটা থেকে পরবর্তি ঘোষণা না দেওয়া পর্যন্ত ভয়ানক করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজার জেলাকে লকডাউন বা অবরুদ্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন

    আজ (সোমবার) ১৩ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি সভা শেষে জেলা প্রশাসক নাজিয়া শিরিন এ আদেশ জারি করেন।

    জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, আজ থেকে মৌলভীবাজার জেলায় ভিন্ন কোন জেলা থেকে কেউ আসতে পারবে না অথবা যেতেও পারবে না।এমনকি জেলার এক উপজেলা থেকে অন্য উপজেলা যাতায়াত করা যাবে না।আজ সোমবার থেকে এই লকডাউন কার্যকর হবে।লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    লকডাউন এর কারণে আজ থেকে মৌলভীবাজার জেলার সাথে সকল জেলার যাতায়াত বিচ্ছিন্ন হলো।সড়ক-নৌপথ অন্য যে কোন পথেই মৌলভীবাজার জেলায় আসা-যাওয়া করা যাবে না।

    শুধুমাত্র রোগীর পরিবাহী এম্বুলেন্স, প্রশাসনের গাড়ি,সাংবাদিকদের গাড়ি, জরুরী ঔষধ সরবরাহকারী গাড়ি,কৃষিপণ্য ও খাদ্যের গাড়ি যাতায়াত করতে পারবে।

    উল্লেখ্য গত ৪ এপ্রিল জেলার রাজনগর উপজেলায় ৪৫ বছর বয়সি এক লোক করুনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

    জেলাবাসীকে মহামারী করুণা ভাইরাসের ছোবল থেকে রক্ষা করার জন্য  লকডাউন  উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জেলা প্রশাসক থেকে জানা গেছে।