মৌলভীবাজার কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হিরক জয়ন্তী

    0
    245

    আমারসিলেট24ডটকম,১০জানুয়ারী,আলী হোসেন রাজনআমরা নারী,আমরা শক্তি,আমরাই হলাম অগ্রদূত- এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূতিতে পালিত হলো হিরক জয়ন্তী উৎসব। বিদ্যালয়ের নবীন প্রবীন কয়েক হাজার ছাত্রীদের অংশগ্রহনে অনুষ্ঠান স্থল পরিনত হয়েছে এক মিলন মেলায়।

    আজ সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজারের ঐতিহ্যবাহী কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে হিরক জয়ন্তীর কেক ও পায়রা উড়িয়ে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করা হয়। উৎসব উদযাপন কমিটির আহবায়ক এ কে এম শফি আহমদ সালমানের সভাপতিত্বে উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রবীন ছাত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হকসহ অতিথিবৃন্দ। পরে নবীন-প্রবীন কয়েক হাজার ছাত্রীদের অংশগ্রহনে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্নঢ়্য র‌্যালী বের হয়।

    র‌্যলীটি কুলাউড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। হিরক জয়ন্তীর এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিদ্যালয়ের প্রবীন ছাত্রী যোগ দেন। এ ছাড়া স্থানীয় বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভা, সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন রয়েছে।