মৌলভীবাজারে স্বেচ্ছাশ্রমে কোদালী ছড়া খনন ও পরিচ্ছন্নতা

    0
    500

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০ফেব্রুয়ারি,আলী হোসেন রাজন,মৌলভীবাজার:সমন্বিত উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মৌলভীবাজার শহরের পানি নিঃস্কাশনের প্রধান পথ কোদালী ছড়া খাল খনন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সরকারী বেসরকারী প্রতিষ্টানের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এই কাজে অংশ গ্রহন করেছে।

    কোদালী ছড়া খাল খনন শুরু ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আজ সকালে জনসচেতনা সৃষ্টির লক্ষে জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়। এতে জেলা প্রশাসন,জেলা পরিষদ,পৌরসভা,শিক্ষা প্রতিষ্টানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন অংশ গ্রহন করে। পরে স্বেচ্ছাশ্রমে ৭টি গ্রপে বিভিন্ন হয়ে প্রায় অর্ধশতাধিক প্রতিষ্টান ও সংগঠন শহরের ভিতর দিয়ে প্রবাহিত প্রায় ৪ কিলোমিটার কোদালীছড়া খাল খনন ও পরিচ্ছন্নতা কাজ শুরু করে। এই কার্যক্রমের ফলে জনসচেতনতা সৃষ্ঠি ,শহরের জলাবদ্ধতা দূর , ময়লা-অবর্জনা ও দখল মুক্ত হবে কোদালী ছড়া। পাশাপাশি ঐতিহ্য ফিরে পাশে মৌলভীবাজার শহর।

    এছাড়া মোস্তফাপুর, গিয়াসনগর ও নাজিরাবাদ ইউনিয়নে সিলেট বিভাগ ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে কোদালী ছড়া খালের আরো ৪ কিলোমিটার খনন ও দুই পাড়ের বাঁধ নির্মান কাজ চলছে।