মৌলভীবাজারে শোক ও শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত

    0
    251

    আলী হোসেন রাজন,মৌলভীবাজার: মৌলভীবাজারে গভীর শোক ও শ্রদ্ধায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার,দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি।

    জেলা প্রশাসক মৌলভীবাজার।

    দিবসটি উপলক্ষে শনিবার (১৫ আগষ্ট) সকাল ৯টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,মহিলা এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন,জেলা পুলিশ সুপার মো: ফারুক আহমেদ পিপিএম (বার),

    জেলা পুলিশ মৌলভীবাজার।

    জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজমল হোসেন,শাহেদ আহমদ,আকিল আহমদ, সাধারন সম্পাদক মিজবাউর রহমান, পৌর মেয়র মো: ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাধা পদ দেব সজল, অজয় সেন, যুবলীগেরে সাংগঠনিক সম্পাদক সুমেষ দাশ যিশু, শেখ রুমেল আহমদ, কয়ছর আহমদ মৌলভীবাজার প্রেসক্লাবসহ বিভিন্ন স্কুল-কলেজ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।