মৌলভীবাজারে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলী

    0
    456

    সাইফুর রহমান চৌধুরী: মৌলভীবাজারে মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করছেন মৌলভীবাজারের সর্বস্তরের মানুষ।

    আজ রোববার ( ১৬ ডিসেম্বর) প্রথম প্রহর থেকে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, মৌলভীবাজার আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন, জেলা প্রসাশক মোঃ তোফায়েল ইসলাম, বর্তমান জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান,পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমানসহ অন্যান্য প্রতিষ্ঠান।

    এ ছাড়াও স্মৃতিসৌধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান,মৌলভীবাজার প্রেসক্লাব,মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশন, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম,জেলা আওয়ামীলীগ,জেলা যুবলীগ,

    সিভিল সার্জন, চেম্বার অব কমার্স, মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার সরকারী কলেজ, জেলা আইনজীবি সমিতি, বন বিভাগ, জাতীয় শ্রমিক লীগ,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, প্রধান ডাকঘর, সৈয়দ শাহ মোস্তফা কলেজ, সদর আওয়ামী লীগ,বাংলাদেশ মহিলা পরিষদ, জেলা ছাত্রলীগ,

    ব্যাংক অফিসার্স ক্লাব, পাবলিক লাইব্রেরী,জালালাবাদ গ্যাস, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, আন্তর জার্তিক মানবাধিকার সংস্থা (আসক), জেলা সদর হাসপাতাল, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ,বিদ্যুৎ উন্নয়ন বোড, রেড ক্রিসেন্ট সোসাইটি, সরকারি কলেজ, জালালাবাদ গ্যাস,

    বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক-সাংস্কৃতিক সরকারি-বেসরকারি সংগঠন-রাজনৈতিক দল ও সর্বস্তরের হাজার হাজার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

    পরে এম সাইফুর রহমান ষ্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠিত হয়।

    এছাড়া সকল সরকারী, অধাসরকারী, স্বয়ত্বশাসিত, এবং বেসরকারী ভবন ও স্থাপনা সমূহে করা হয়েছে রং বে-রংগের বর্ণিল আলোকসজ্জা।

    বিজয় দিবস উপলক্ষে জেলা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনগুলো দিনব্যাপি নানা আয়োজনের মাধ্যমে বিজয় দিবস পালন করছে।