মৌলভীবাজারে র‌্যাবের হাতে ভূয়া ডাক্তার গ্রেফতার

    0
    260

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭জুলাই,আশরাফ আলী, মৌলভীবাজার:মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোডে আইকন ডায়াগনস্টিক সেন্টার থেকে রোগী দেখার সময় মোস্তাফিজুর রহমান (৪৫) ভূয়া ডাক্তারকে নির্বাহী ম্যাজিস্ট্র্যাট জেপি দেওয়ানের নেতৃত্বে গ্রেফতার করেছে র‌্যাব।

    শুক্রবার (৭ জুলাই) বিকাল ৩টায় তাকে গ্রেফতার করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

    শ্রীমঙ্গল র‌্যাব ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিমান চন্দ্র কর্মকার বিষয়টি নিশ্চিত করেন।

    জানা যায়, ভূয়া ডাক্তার গত তিন মাস থেকে আইকন ডায়াগনস্টিক সেন্টারে বিশেষজ্ঞ ডা. পরিচয়ে রোগী দেখে আসছিল। তার আসল নাম রাকিবুল ইসলাম। কুমিল্লার হোমনা উপজেলার নিলুখী গ্রামে তার বাড়ি।

    আইকন ডায়াগনস্টিক সেন্টার সূত্রে জানা যায়, তার সঠিক নাম রাকিবুল ইসলাম ও তার ভুয়া নাম ডা: মোস্তফিজুর রহমান বলে আইকন ডায়াগনস্টিক সেন্টারে  দেড় মাস আগে চাকরি নেন । কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে কোন সনদপত্র তখন দেননি। রমজান মাসের পরে সনদপত্র দিবেন বলে সময় নেন। কিন্তু রোজার পরেও ওই ডাক্তার সনদপত্র দিতে পারেননি।

    আজ শুক্রবার হাসপাতাল মালিক বিষয়টি  র‌্যাব ৯ শ্রীমঙ্গলকে অবগত করলে তারা এসে তাকে গ্রেফতার করেন।