মৌলভীবাজারে মেধা যাচাই পরিক্ষা’র মতবিনিময় সভা

    0
    272

    মৌলভীবাজার থেকে সাইফুর রহমান চৌধুরীঃ শেখ বোরহান উদ্দিন (র:) ইসলামি সোসাইটি, বিআইএস-এর জেলাব্যাপী মেধা যাচাই পরিক্ষা বাস্তবায়ন করার লক্ষে মতবিনিময় সভা ০৬ ডিসেম্বর’১৮, বৃহস্পতিবার, স্থানীয় ট্রেডিশন কনফারেন্স হলে সংগঠনের চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব-এর সভাপতিত্বে জেলাব্যাপী মেধা যাচাই পরিক্ষার নির্বাহী পরিচালক (উপ পরিক্ষা নিয়ন্ত্রক) ওয়াসিম আহমেদ নিশান-এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পেট্রোন, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মকিস মনসুর, সংগঠনের উপদেষ্ঠা কানাডা প্রবাসী সৈয়দ আব্দুল গফফার, প্রেসক্লাব মৌলভীবাজারের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম, দৈনিক মানবজমিনের স্টাপ রিপোর্টার ইমাদ উদ-দীন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হুসাইন আহমদ, রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার টিসিটির চার্টার প্রেসিডেন্ট সুয়েব আহমদ, বিডি অন টিভির সম্পাদক এমদাদুল হক, ইনফিটি ম্যাথ কোচিং এর প্রতিষ্ঠাতা আহমদ আলী, সংগঠক রাসেল মোস্তফা।

    স্বাগত বক্তব্য রাখেন জেলাব্যাপী মেধা যাচাই পরিক্ষার নির্বাহী পরিচালক (সার্বিক) রোটারেক্টর আতাউর রহমান, জেলাব্যাপী মেধা যাচাই পরিক্ষার নির্বাহী পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফয়ছল মনসুর, শেখ মো: কামরুল হাসান, সাইফুর রহমান চৌধুরী, আশরাফুল খান রুহেল, মিজানুর রহমান রাসেল, এম জুনেদ আহমদ, রুমেল আহমদ, শরিফ আহমদ, এ কে এম সাজানুর রহমান, শেখ হাবিবুর রহমান, সাব্বির আহমদ টিপু, এস. এম বশির, ওমর ফারুক নাঈম, সিরাজুল হাসান, আহমেদ নাঈম, রহমান মামুন, আয়ানুল ইসলাম, হায়াতুল ইসলাম রাহি, ফাহিম আহমদ মাহিন, রুমেল আহমদ, শাহরিয়ার আবির, রেদওয়ান আহমদ, শাকিল আহমদ, আবু বকর সিদ্দিক রাজন প্রমুখ।

    উল্লেখ্য, জেলাব্যাপী মেধা যাচাই পরিক্ষা আগামী ৩০ ডিসেম্বর এর পরিবর্তে ২০ ডিসেম্বর, মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রে নির্ধারন করা হয়েছে। উক্ত পরিক্ষা সফল করার লক্ষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন এবং তারা আশাবাদ ব্যক্ত করেন মৌলভীবাজার জেলা’র এই মেধা যাচাই পরিক্ষার মাধ্যমে মেধার বিকাশ ও সৃজশীলতা সৃষ্টি করবে।

    পরিশেষে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সহ-সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় বিশিষ্ট ব্যবসায়ী সুয়েব আহমদ কে শাহ্ মোস্তফা রক্তসেবা’র পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।