মৌলভীবাজারে বোমা হামলার দ্বায়ে ১জনের ৭বছরের কারাদন্ড

    0
    212

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯ফেব্রুয়ারীঃ মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলায় নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ সদস্যকে ৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত বিশেষ ট্রইব্যুনালের এর অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আলীম উল্ল্যাহ চৌধুরী এই রায় দেন। কারাদন্ড প্রাপ্ত হরকাতুল জিহাদ সদস্যরে নাম মারুফ মোহাম্মদ ইসহাক (২৫)।

    বিষয়টি নিশ্চিত করেন সরকার পক্ষের আইনজীবী (এপিপি) কৃপা সিন্দু দাস । তিনি জানান, সাত বছর কারাদন্ড ছাড়াও আদালত তাকে আরও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের স্বশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

    ২০০৫ সালের ২ফেব্রুয়ারি কুলাউড়া উপজেলার পৃথীমপাশা গ্রামের নবাব আলী নকি খানের বাড়ি পাশে শাহ জিংগীর মাজারে বোমা হামলা করে হরকাতুল জিহাদ। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটেলেও বোমা মেরে পালিয়ে যাওয়ার সময় এলাবাসীর হাতে তারা ধরা পড়ে।

    এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ২নং বিশেষ ট্রইব্যুনালের এর অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আলীম উল্ল্যাহ চৌধুরী এই রায় দেন।

    এ ঘটনায় আরও দু’জনকে আদালত বেকসুর খালাস দিয়েছে। খালাস প্রাপ্তরা হলো হাফিজ মোহাম্মদ কামরুল ইসলাম (৩০) ও লুৎফুর রহমান হারুন (৩৫)।

    আসামীর স্বীকারোক্তি ও স্বাক্ষীদের স্বাক্ষতে ঘটনাটি প্রমানীত হওয়ায় বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮এর ৩ (ক) ধারা মোতাবেক এই রায় প্রদান করা হয়।