মৌলভীবাজারে বিজিবির উদ্যোগে নাশকতা রোধে মতবিনিময়

    2
    272

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫মার্চ,আলী হোসেন রাজনঃ মৌলভীবাজারে বিজিবির উদ্যোগে নাশকতা রোধে করণীয় বিষয়ে সাংবাদিক ও সূধীজনদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মত বিনিময় সভা।
    বৃহস্পতিবার দুপুরে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধিন বিজিবি ৪৬ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মো: নাসির এর সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারমান রনধীর কুমার দেব,উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ সাইদুল হক,মেজর সাহেদ মেহের,আওয়ামীলীগ নেতা অর্ধেন্দু দেব ও পরিবহন শ্রমিক নেতা মো: ময়না মিয়া।

    সভায় বক্তারা বলেন,সারাদেশে কয়েকটি জায়গায় ঘটে যাওয়া ঘটনা একত্রে মিডিয়াতে প্রচারের ফলে মনে হয় যেন সারা দেশ জুড়ে নাশকতা,এতে অনেকেই ভীত হয়ে পড়েন। কিন্তু বাস্তবে নাশকতাকারীর সংখ্যা অল্প এদের ভয় না পেয়ে সকলে মিলে প্রতিহত করা প্রয়োজন। একই সাথে তারা নিজ নিজ এলাকায় অপরিচিত লোক দেখলে প্রশাসনকে অবহিত করারও অনুরোধ করেন।

    এছাড়াও সভায় আμান্ত হলে কিভাবে নিরাপদ হবেন সে কৌশলসহ নাশকতাকারীদের দৃশ্য প্রজেক্টারের মাধ্যমে দেখানো হয়। এর আগে ৪৬বিজিবি উদ্যোগে কমলগঞ্জে একই বিষয়ে অনুষ্ঠিত হয় আরো একটি মতবিনিময় সভা।