মৌলভীবাজারে বনকর্মীদের উপর হামলাঃআহত-৬

    0
    392

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯জুলাই,শিমুল তরফদারঃ  মৌলভীবাজারের সদর উপজেলার গোমড়া এলাকায় সামাজিক বনায়নের উপকারভোগী বাচাই সভায় বনকর্মীদের উপর হামলা করেছে স্থানীয় জবরদখলকারীরা। আত্মরক্ষায় বন কর্মীরা চার রাউন্ড ফাকা গুলি ছুড়েন। এঘটনায় উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন।

    শনিবার (২৯জুলাই) বিকেলে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের গোমরা এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন বনপ্রহরী মো. আনোয়ার হোসেন, শেখ শাহরিয়ার শান্ত, সুব্রত সরকার ও অপরপক্ষের আশিক মিয়াসহ তিন জন। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বনবিভাগ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গোমরা এলাকায় সহকারী বন সংরক্ষক তবিবুর রহমানের সভাপতিত্বে সামাজিক বনায়নের উপকারভোগী বাচাই সভা চলছিলো।

    সভার এক পর্যায়ে স্থানীয় জবরদখলকারীরা আশিক মিয়ার নেতৃত্বে কিছু লোক উপস্থিত হয়ে বনকর্মীদের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

    এসময় আত্মরক্ষার্থে বনকর্মীরা ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।  সংঘর্ষে তিন জন বনকমীসহ ৬ জন আহত হয়েছেন।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

    মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুহেল আহমদ জানান, আশিক মিয়ার ছেলে রুমেল মিয়া ও রুমান মিয়াকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।