মৌলভীবাজারে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

    0
    370

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০১অক্টোবর,আলী হোসেন রাজনঃ বিজয়া দশমী আজ, বাজছে বিদায়ের সুর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
    শনিবার বিকেল মৌলভীবাজার শহরের দেবীর বন্দনায় প্রতিটি পূজামান্ডপে ছিল কেবলই বিষাদের ছায়া। মাকে বিদায়ের আয়োজনে বিষন্ন মন নিয়েই উৎসবে মেতেছিলেন ভক্তরা।
    সন্ধ্যার আগ মোহূর্তে মৌলভীবাজার মনু নদীতে দুর্গাপূজা বিসর্জন ঘাটে দেবী দুর্গাকে বিসর্জন দেয়া হয়।
    সনাতন বিশ্বাস ও বিশুদ্ধ পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার মর্তলোকে আসেন নৌকায় চড়ে, যার ফল হচ্ছে অতি বৃষ্টি ও শস্য বৃদ্ধি। আর মা দুর্গা স্বর্গলোকে বিদায় নেবেন ঘোটকে চড়ে, যার ফল হচ্ছে রোগ-ব্যধি বাড়বে ও ফসল নষ্ট হবে।
    এবছর মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় ৮শত ১১টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে।