মৌলভীবাজারে পরিবহণ নির্বাচনে ফজলুল ও ছালেহ বিজয়ী

    0
    245

    আলী হোসেন রাজন,মৌলভীবাজারঃ উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে জেলার সর্ববৃহত শ্রমিক সংগঠন মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি নং চট্র ১২২৩) ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
    নির্বাচনে জেলার সর্বমোট ৪টি ভোট কেন্দ্রের সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে আনারস মার্কা প্রতীকে মো. ফজলুল আহমেদ ১৯৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মুক্তিযোদ্ধা হাজী আব্দুল গনি ছাতা মার্কা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১১৭৮।
    সাধারণ সম্পাদক পদে মই মার্কা প্রতীক নিয়ে ১৪৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন ছালেহ আহমদ। নিকটতম প্রতিদ্বন্ধী আব্দুল আহাদ দোয়াত কলম প্রতীক নিয়ে ৭৪৯ ভোট পেয়েছেন।
    শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলের এ তথ্য নিশ্চিত করেন নির্বাচনের দ্বায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার সঞ্জিত কুমার দেব। এর পূর্বে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলাসহ ৪টি উপজেলায় মোট ৪টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে টানা ভোট গ্রহণ চলে।
    ভোট কেন্দ্র গুলি হল,মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা, ভোটার সংখ্যা-২৩০০, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তন,ভোটার সংখ্যা-১৫৫০,বড়লেখা ৬নং ইউনিয়ন পরিষদ মিলনায়তন,ভোটার সংখ্যা-৫৫০ ও কুলাউড়া মোস্তফা কমিউনিটি সেন্টার ভোটার সংখ্যা-১২০০।
    নির্বাচনে কার্যকরি পরিষদের মোট ১৯টি পদের মধ্যে ৯টি পদে ইতি মধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ১০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।