মৌলভীবাজারে ছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি

    0
    384

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪আগস্ট,জহিরুল ইসলামঃ  মৌলভীবাজারের কমলগঞ্জে ভান্ডারীগাও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে হত্যার পর লাশ ধলাই নদীতে ফেলে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় আদিবাসী এ ছাত্রীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তারা।

    আজ মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের নবম শ্রেণির আদিবাসী ছাত্রী রাবিনা বেগমের হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। এতে ইসলামপুর ইউনিয়নের জনসাধারন অংশগ্রহন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে হত্যাকারী দেলওয়ারসহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্বারকলিপি দেন নিহত ছাত্রীর পিতা কায়াম উদ্দিনসহ এলাকাবাসী।

    ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী রাবিনা বেগম গত ১২ জুলাই থেকে নিখোঁজ ছিলো। পরে রাবিনার পিতা কমলগঞ্জ থানায় সাধারন ডায়রী করেন। পুলিশ মোবাইলের কল লিস্টের সূত্র ধরে গত ১০ আগস্ট দেলওয়ার নামের এক যুবককে আটক করে।

    এরপর তাঁর স্বীকারোক্তিতে জানা যায় রাবিনাকে হত্যা করে লাশ ধলাই নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন রাবিনার পিতা।