মৌলভীবাজারে কোচিং সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

    0
    226

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২০এপ্রিল,হৃদয় দাশ শুভঃ মৌলভীবাজার শহরে অবৈধভাবে বিলবোর্ড ও ফেস্টুন লাগানোর দায়ে একটি কোচিং সেন্টারকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কোর্ট রোডে রেডিয়াম কোচিং সেন্টারের বিলবোর্ড ও ফেস্টুন লাগানোর সময় প্রতিষ্ঠানের কর্মচারি মুহিবুর রহমানকে একটি পিকআপ ভ্যানসহ হাতেনাতে ধরে ফেলেন পৌরসভার লাইস্যান্স ইন্সপেক্টর মইনুল ইসলাম। পরে মেয়র ফজলুর রহমান জেলা প্রশাসনকে বিষয়টি জানালে নির্বাহি ম্যাজিস্ট্র্যাট অসিম চন্দ্র বণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি মুহিবুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে সতর্ক করে দেন।
    পৌর মেয়র ফজলুর রহমান বলেন, পরিচ্ছন্ন মৌলভীবাজার গড়তে জেলা প্রশাসনের সহযোগিতায় মৌলভীবাজার শহরের সবক’টি সড়কে বিলবোর্ড, ফেস্টুন, ব্যানার অপসারণের
    কাজ চলছে। এরইমধ্যে কোর্ট রোডসহ অধিকাংশ সড়ক পরিচ্ছন্ন করে ফেলা হয়েছে। শহরের সৌন্দর্য্য ফিরে পেয়েছে।
    এরইমধ্যে আজ (বৃহস্পতিবার) রেডিয়াম কোচিং সেন্টার পিকআপ ভর্তি বিলবোর্ড/ ফেস্টুন নিয়ে কোর্ট রোডে অবৈধভাবে লাগানো শুরু করেছিলো।আমরা এ বিষয়ে কঠোর অবস্থানে।