মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ’র ১৮৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

0
186

নিজস্ব প্রতিনিধিঃ বৃহত্তর সিলেটের চারটি জেলার মধ্যে গুরুত্বপূর্ণ একটি জেলার নাম মৌলভীবাজার।আর এই মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা মৌলভী সৈয়দ কুদরত উল্ল্যাহ (রঃ) ছিলেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। যার ফলে তার নামানুসারেই কালক্রমে মৌলভী থেকে মৌলভীবাজার হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন।

মৌলভীবাজারের প্রতিষ্ঠাতার ১৮৪ তম উফাত দিবস উপলক্ষে পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল মৌলভী সৈয়দ কুদরত উল্ল্যাহ’র নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,সৈয়দ মোঃ সাহাবুদ্দিন, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ সামছুল ইসলাম, ক্যাপ্টেন (নেভিগেশন) দেওয়ান গউছউদ্দিন আহমদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মহসিন, আল-হুসেইন জামে মসজিদের ইমাম মুফতি মোঃ রুহুল আমিন,পশ্চিমবাজার আদি জামে মসজিদের ইমাম হাফিজ মোঃ শিহাব উদ্দিন, ধরকাপন জামে মসজিদের ইমাম হাফিজ আছাদ আহমদ চৌধুরী, হষরত সৈয়দ শাহ মোস্তফা (রঃ) জামে মসজিদের ইমাম হাফিজ শামীম আহমদ, মোঃ আয়াত উল্ল্যাহ জামে মসজিদের ইমাম হাফিজ ইউসুফ আলী, হযরত সৈয়দ শাহ মোস্তফা (রঃ) জামে মসজিদ ছানি ইমাম হাফিজ মোঃ আব্দুল হান্নান, মুয়াজ্জিন জনাব আব্দুল মন্নান, মুয়াজ্জিন হাফিজ মোস্তাক আহমদ, মুয়াজ্জিন হাফিজ দেলওয়ার হুসেইন সহ প্রমুখ।
এছাড়াও মৌলভীবাজার শহর ও গোবিন্দশ্রীর গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক লেখক বৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র মিলাদ শরীফ শেষে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মুফতি মোহাম্মদ সামছুল ইসলাম।
উল্লেখ্য,কথিত আছে যে, সৈয়দ শাহ্‌ মোস্তফা (র:) এর ভাতুষ্পুত্র হযরত ইয়াছিন (র:)’র উত্তর পুরুষ মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ মনু নদীর তীরে ১৮১০খ্রিষ্টাব্দে যে বাজার প্রতিষ্ঠা করেছিলেন, সেই বাজারটি কালক্রমে প্রসিদ্ধিলাভ করে। ১৮৮২ খ্রিষ্টাব্দে ১ এপ্রিল মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত বাজারটিকে কেন্দ্র করে ২৬টি পরগনা নিয়ে দক্ষিণ শ্রীহট্ট মহকুমা প্রতিষ্ঠা করা হয়। ১৯৬০ খ্রিষ্টাব্দে দক্ষিণ শ্রীহট্ট বা সাউথ সিলেট নামের বদলে এ মহকুমার নাম মৌলভীবাজার রাখা হয়। ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি মৌলভীবাজার মহকুমাটি জেলায় উন্নীত হয়।