মৌলভীবাজারের তিন সাইক্লিষ্ট সংবর্ধিত

    0
    240

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭জুলাইঃ মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির তিন সাইক্লিষ্ট সৌরভ রায় শুভ,লিংকন দাশ রায় ও টিটু চন্দ্র দেব বাইসাইকেল যোগে দেশের এক প্রান্ত তেতুলিয়া থেকে দেশের আরেক প্রান্ত টেকনাফ পর্যন্ত হাজার কিলোমিটার পথ পাড়ি দেন।সাইক্লিং এর ভাষায় এই ধরনের ভ্রমণ কে বলা হয় ক্রস কান্ট্রি রাইড।
    তারা তিন জন সফল ভাবে ক্রস কান্ট্রি রাইড সম্পন্ন করায়,মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি কর্তৃক স্থানীয় একটি রেষ্টুরেন্টে তাদের জন্য এক সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।
    এই সংবর্ধনা অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩(সদর-রাজনগর)আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন,মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:মিজানুর রহমান মিজান,মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান,মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিসবাউর রহমান,মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ,মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলী,সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমীন,দেশের স্বনামধন্য সাইক্লিষ্ট ঢাকার সাইকেল সার্জারী বিডির প্রতিষ্টাতা সাজনান মোহাম্মদ নিবিড়,সাংবাদিক হাসনাত কামাল,ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন মৌলভীবাজারের সভাপতি শাহরিয়ার মোস্তফা তানিম,ফখরুল ইসলাম রাজু,ইমামুল হক রিপন,বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ রাসেল,গাজী আবেদ,জাহেদ চৌধুরী,কবি সূর্যদাশ তপন,সামাজিক সংগঠন উই ফর বাংলাদেশের আজমির আলী মিতু,রিয়াদ কোরেশী,কামরুল ইসলাম ও রূপান্তর ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুজাহিদ উদ্দিন সহ সহ প্রমুখ।এছাড়া,মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির সকল মডারেটর ও এক্টিভিষ্টবৃন্দ উপস্থিত ছিলেন।
    মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির সিনিয়র মডারেটর ইমন আহমেদের পরিচালনায় উক্ত অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির সিনিয়র মডারেটর আহমদ আলী সায়েম। উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন,সু-সাস্থ্যের জন্য সাইক্লিং এর পাশাপাশি মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির সদস্যরা মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদে লিপ্ত না হয়ে সমাজের উন্নয়নে অনেক ভুমিকা রাখছে,এর জন্য তারা অবশ্যই প্রশংসার দাবিদার।মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির তিন অদম্য সাহসী যুবক অসাধ্য কে সাধন করে সফল ভাবে ক্রস কান্ট্রি রাইড সম্পন্ন করায় তাদের কে অভিনন্দন জানিয়ে,সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।