মোটরবাইক চুরিরোধে চুনারুঘাটে মাসুমের বিশেষ যন্ত্র উদ্ভাবন

    0
    260

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১মার্চ,হবিগঞ্জ প্রতিনিধিঃ মোটরবাইক চুরির হিড়িকে যখন মোটর বাইক মালিকগন দিশেহারা তখন বিশেষ এক যন্ত্র উদ্ভাবন করে তাক লাগিয়ে দিলেন নুরুল ইসলাম মাসুম নামে এক যুবক। নুরুল ইসলাম মাসুম চুনারুঘাট উপজেলার জমশেরপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আলী আকবরের কনিষ্ঠ পুত্র।

    মাসুম জানান, তার উদ্ভাবিত বিশেষ যন্ত্রটি মোটর বাইকে সংযুক্ত থাকলে স্পর্শ করা মাত্র সয়ংক্রিয়ভাবে দূরত্ব যতই হোক নিজ মোবাইলে যন্ত্রটি বাইক মালিককে জানিয়ে দিবে। এমনকি মোটর বাইক চুরি করে নিতে চাইলে চোরের ছবি এবং যে রাস্তায় বাইক নিয়ে যাচ্ছে ওই রাস্তাটি বাইক মালিক এই যন্ত্রটির মাধ্যমে নিজ মোবাইলে দেখতে পারবেন। মাসুম আরো জানান, শুধু মোটর বাইক নয় বড় বড় মার্কেটেও স্থাপন করলে ৩ ইঞ্চি পরিধির যন্ত্রটি বিশেষ কায়দায় সংযুক্ত করে রাখলে দুর্বৃত্তের গতিবিধি নিজ মোবাইলে জানিয়ে দিবে।

    মাসুম এই যন্ত্রটি নাম মাত্র মূল্যে বাজারজাত করতে এবং সরকারী স্বীকৃতির জন্য সকলের সহযোগীতা কামনা করছেন।