মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন চট্টগ্রাম সিটির মেয়র

    0
    283

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭মার্চ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ মনজুর আলম। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে প্যানেল মেয়র (১) মোহাম্মদ হোসেনের কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করেন।

    মোহাম্মদ হোসেন ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্বপালন করবেন। পদত্যাগের পরই মনজুর আলম চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে।

    চট্টগ্রাম সিটি করপোরেশন নগর ভবন মিলনায়তনে মনজুর আলম পদত্যাগের ঘোষণা দেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শফিউল আলম, সচিব রশিদ আহম্মেদ, কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, রেখা আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

    বিএনপি নেতা মনজুর আলম বলেন, চট্টগ্রাম নগরের জন্য তিনি সাধ্যমতো কাজ করেছেন। গত ৫৭ মাসে ৯০০ কোটি টাকার কাজ করেছেন। এর আগে ২০ বছরে চট্টগ্রাম নগরে ১৫০০ কোটি টাকার কাজ হয়েছে।

    চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোহাম্মদ মনজুর আলমকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে চট্টগ্রাম বিএনপি। তার পক্ষে দলের নেতা-কর্মীদের কাজ করারও নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণের নেতাদের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

    গত বুধবার সন্ধ্যায় ‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন’ সংবাদ সম্মেলন করে মেয়র প্রার্থী হিসেবে মনজুর আলমের নাম ঘোষণা করে। তবে ওই অনুষ্ঠানে চট্টগ্রাম বিএনপির শীর্ষ কোনো নেতা উপস্থিত ছিলেন না।

    মনজুর আলমের ঘনিষ্ট সূত্রে জানা গেছে, ২৫ মার্চ চসিকের সাধারণ সভার মধ্য দিয়ে মেয়রের দায়িত্ব শেষ করেন বিএনপির সমর্থিত এই মেয়র।

    চট্টগ্রাম বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, রোববার রাতে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় যান মেয়র মনজুর আলম। এ সময় রাত ১১টা থেকে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন তারা।

    সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় আগামী ২৯ মার্চ রোববার।