মেম্বারশিপ জমা দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে গ্ৰেটার সিলেট

    0
    408

    কাউন্সিল ইন ইউকে সাউথ ওয়েলস রিজিওন আফজল চৌধুরী 

    ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত বৃটেনের সব বৃহৎ কমিউনিটি সংগঠন সিলেটবাসীর প্রাণের প্রতিষ্ঠান গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (GSC in UK) ইন ইউ কে এর কেন্দ্রীয় কমিটির সার্কুলার অনুযায়ী বিভিন্ন রিজিওন ও শাখা কমিটির মাধ্যমে সমগ্র বৃটেন জুড়ে বিগত একমাস ধরে পরিচালিত সদস্য সংগ্রহ অভিযানে কেন্দ্রীয় কমিটি (NEC) সহ ১২টি রিজিওনাল ও বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমের ফলে গত ৩০শে নভেম্বর সমগ্র বৃটেন জুড়ে প্রায় নয় হাজার (৯০০০) মেম্বারসিপ ফর্ম জমা হয়েছে।
    বিভিন্ন রিজিওনের মত গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ কে এর সদস্য সংগ্রহ অভিযানে অংশ নিয়ে অতীতের সকল রেকর্ড ভংগ করে সাউথ ওয়েলস রিজিওন তের শত ষাট (১৩৬০) মেম্বারএর ফর্ম জমা দিয়ে সাউথ ওয়েলসের মাটিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
    গত ৩০শে নভেম্বর শনিবার এর সমাপনী দিনে সাউথ ওয়েলস রিজিওনের মেম্বারসিপ সেক্রেটারি ইকবাল আহমদের বাসভবনে মেম্বারসিপ ফর্ম সংগ্রহ চলাকালে জিএসসির সাউথ ওয়েলস রিজিওনের চেয়ারপার্সন কমিউনিটি সংগঠক মোহাম্মদ আসকর আলীর সভাপতিত্তে এবং সাউথ ওয়েলস রিজিওনাল সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহ শাফি কাদির এর পরিচালনায় অনুষ্ঠিত মেম্বারসিপ ফর্ম সংগ্রহ চলাকালীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এস সি এর কেন্দ্রীয় কমিটির (NEC) ট্রেজারার কমিউনিটি লিডার বিশিষ্ট ব্যাবসায়ী সালেহ আহমদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির (NEC) সাবেক জয়েন্ট সেক্রেটারি ওয়েলসের প্রাক্তন চেয়ারপার্সন কমিউনিটি লিডার ওমিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর, জি এস সির সাউথ ওয়েলস রিজিওনের সাবেক চেয়ারপার্সন কমিউনিটি লিডার লিয়াকত আলী, রিভারসাইড জালালিয়া মসজিদের চেয়ারম্যান লিলু মিয়া, জি এস সির ভাইস চেয়ারম্যান জয়নাল উদ্দিন শিবুল, ভাইস চেয়ারম্যান জহির আলী আক্তার, সংগঠনের ট্রেজারার এবি রুনেল, জয়েন্ট সেক্রেটারি রকিবুর রহমান, সাবেক জয়েন্ট সেক্রেটারি আবুল কালাম মুমিন, মেম্বারশিপ সেক্রেটারি ইকবাল আহমদ, নুরুল আলম চুনু, আব্দুল ওয়াহিদ বাবুল, মুজিবুর রহমান, জিল্লুল আহমদ চৌধুরী, আলমগীর আলম. সাব্বির আহমেদ ও বাদল আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    মেম্বারসিপ ফর্ম সংগ্রহ সমাপনী অনুষ্ঠানে জি এস সির কেন্দ্রীয় কমিটির ট্রেজারার কমিউনিটি লিডার সালেহ আহমদ উনার বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সাবেক জয়েন্ট সেক্রেটারি ওয়েলসের সাবেক চেয়ারপার্সন মকিস মনসুর এর বরাদ দিয়ে বলেন সত্যিই ১৩৬০ মেম্বার জমা দিয়ে সাউথ ওয়েলস রিজিওন নতুন ইতিহাস সৃষ্টি করেছেন বলে উল্লেখ করে উনাকে দাওয়াত দেওয়ার জন্য রিজিওনাল কমিটিকে ধন্যবাদ জানান।
    জি এস সির কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন ১৯৯৩ সালে আমাদের মুরব্বীয়ানদের মাধ্যমে প্রতিষ্ঠিত এই সংগঠনের সূচনা লগ্নের একজন কর্মী হিসাবে আমরা যে যাত্রা শুরু করেছিলাম আজ এই সংগঠনের সাউথ ওয়েলস রিজিওন বিরাট মেম্বার কালেকশন করে একটি নতুন ইতিহাস সৃষ্টি করায় প্রমাণিত হয়েছে দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের স্রম সময় ও কাজ বিফলে যায়নি এজন্য তিনি চেয়ারপার্সন মোহাম্মদ আসকর আলী, সাধারন সম্পাদক শাহ শাফি কাদির, ট্রেজারার এবি রুনেল ও মেম্বারশিপ সেক্রেটারি ইকবাল আহমদ সহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সহ সকল সদস্যবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।
    পরিশেষে সমাপনী বক্তব্যে চেয়ারপার্সন মোহাম্মদ আসকর আলী ও সাধারন সম্পাদক শাহ শাফি কাদির আজকের সহযোগিতার জন্য সনাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেছেন।