মুজিববর্ষে মোদীর আগমন প্রতিহত করতে সুনামগঞ্জে বিক্ষোভ

    0
    220

    সুনামগঞ্জ প্রতিনিধি: ভারতে মুসলিম গণহত্যা-নির্যাতন ও মসজিদ-মিনারে অঙ্গিসংযোগের প্রতিবাদে সুনামগঞ্জে গনমিছিল করেছে সমমান ইসলামী দলসমূহ।
    শুক্রবার (৬ মার্চ) বাদ জুমআ নামাজেরপর শহরের অলতাফ স্কায়ার রোড এলাকা থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
    এসময় বক্তারা বলেন,মুসলমানদের উপর কোন ধরণের নির্যাতন সহ্য করবো না। আমরা মুজিববর্ষের বিরোধী নই,কিন্তু রক্তপিপাসু নরেন্দ্র মোদী বিরোধী। তাকে এদেশের মুসলমান জনগণ কখনও মেনে নেবে না। সন্ত্রাসী মোদী মুসলমানদের নির্বিচারে হত্যা করছে,নির্যাতন করছে। মসজিদ-মাদ্রাসা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। মিনারে হনুমানের পতাকা লাগিয়েছে। এসব কাজ বিশ্বের ১৮০কোটি মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে ইসলাম ও মুসলিমবিদ্বেষী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না। মুজিববর্ষের অনুষ্ঠানে মোদি যোগ দিলে এদেশে বদরের যুদ্ধের পূণরাবৃত্তি হবে বলে হুশিয়ারী উচ্চারণ করে বক্তাগন।
    এসময় বক্তব্য রাখেন,মাওলানা নুরুল ইসলাম খান,মাওলানা আনোয়ার হোনে,মাওলানা সাজিদুল হক,মাওলানা খলিলুর রহমান প্রমুখ।
    এতেই সময় তাহিরপুর উপজেলা বালিজুরী ইউনিয়নের বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বক্তব্য রাখেন,হুসাইন শরীফ বিপ্লব,আশরাফুর আলম নুরুল হুদা,মাও রমজান আলী,ইমাম মোঃ তোফায়েল,মাহববুব উল্লাহ,সৈয়দ রেজাউল করিম প্রমুখ। এছাড়াও ঝেলার বিভিন্ন উপজেলার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।