মিষ্টি মধুর পরিশীলিত সুরের ধারক টগবগে এক তরুন

    0
    340

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১নভেম্বর,মু রিমন ইসলাম: যার পুরো নাম প্রান্ত আচ্যর্য।ছোট বেলা থেকেই বিভিন্ন জেলায় ঘুরে বেরিয়েছিলেন প্রান্ত।তাঁর সঙ্গীত পাগলামি যখন থেকে শুরু সেখান থেকেই তাকে সবাই চিনতে শুরু করে।২য় শ্রেণী পড়া অবস্থায় তাঁর সংগীত জীবন শুরু।নিজের বাসা শ্রীমঙ্গলেই হয় তাঁর গানের কারখানা।গানের ভুবনের শুরু থেকে সব গুলো কথা তাঁর সৃতিময় সেই দিনগুলো থেকে নেয়া যা সব সত্যি ঘটনা।তার উন্নত সংগীতের উপর নির্ভর থাকা তাঁর সেই পিতা মাতা আজ থেকে ছেলের সফলতা দেখে খুশী মনে আছেন! তিনি যাকে শিক্ষিত করে বড় কোন সরকারী কর্মকর্তা বানাতে চেয়েছিলেন আজ হয়তো তাঁর সেই দুঃখ নেই।কারন তাঁর ছেলে যে আজ সঙ্গীতের ভাল মানের শিল্পী হয়ে সমান জনপ্রিয় হয়ে উঠেছেন।যার সবগুলো গান ছিল আসলেই অনন্যা ও ব্যতিক্রম।এর মূল কারন সেই গানগুলোতে ছিল সদ্য টগবগে এক তরুনের মিষ্টি মধুর পরিশীলিত সুর।

    আজ প্রান্ত”র মত খুব কম গানের গায়ক পাওয়া যায়।২০০২ সাল মায়ের কাছেই সংগীত জীবণ শুরু প্রান্তর’।শুরু থেকেই প্রান্তর অসাধারণ প্রতিভা ও কণ্ঠ।মায়ের কাছেই কত বিনিদ্র রাত কেটেছে শুধু সারগাম শিখার নেশায়।পরে উস্তাদ প্রনয় রায়ের হাত ধরে সংগীতের পিপাষা মিটান প্রান্ত।শ্রীমঙ্গলে সুনাম ধন্য প্রতিষ্টান সারগাম সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ বুলবুল আনাম চৌধরীর কাছে ও তিনি গানের তালিম নেন এবং পরিচিতি অর্জন করেন তার হাত ধরেই প্রান্ত।প্রান্তর সংগীত জীবনে অনেক সহযোগিতা করেছেন শ্রীমঙ্গলের আরেক অসংখ্য গায়ক গাইকার পিতা সজল ঘোষ।বিভাগ জুড়ে গায়ক দের মাঝে শুধু একটাই নাম এখন প্রান্ত।প্রান্ত শ্রীমঙ্গল ”দি বার্ডস রেসিডেনসিয়্যাল মডেল কলেজের সাবেক ছাত্র।

    সেই ছ্ট্টো প্রান্ত আজ প্রতিষ্ঠিত একজন গায়ক ও,যিনি সিলেট বেতার ভবণের নিয়মিত শিল্পী।ছোট বেলা থেকেই বিভিন্ন সরকারী-বেসরকারী পুরস্কার লাভ করেন উচ্চাঙ্গ সংগীত,নজরুলগীতি,ও অন্যান্য গানের।সব ধরণের গানে পারদশী হলেও নজরুল সংগীত,ক্যাসিকেল গজল ও আধুনিক গান বেশী ভালবাসেন প্রান্ত।বর্তমানে মেডিকেল এসিষ্টেন ট্রেনিং কোর্স মৌলভী-বাজার ম্যার্টস(ইন্টানি শীপ)করছেন তিনি।বর্তমানে প্রান্ত অবাধ্য ও বিশৃঙ্খল তরুণদের শান্ত করার এক যাদুকর।প্রান্ত কন্সার্টে আসা আগ পর্যন্ত তরুণরা তার গান শুনার অপেক্ষায় উদব হয়ে থাককে।সবাই সেই যাদুকরের গানে শান্ত হয়ে যায় আর তাঁর গানগুলোতে ঠোঁট মিলিয়ে গায়।শ্রোতাদের কাছে আজো লোভনীয় একটি শিল্পী প্রান্ত।প্রান্তর গানের কথাগুলো একটার চেয়ে আরেকটা অসাধারণ সব কথায় ভরপুর যা একবার শুনে মন ভরে না,এমন এক ভক্ত এই প্রতিবেদক কে একথা জানিয়েছেন। শ্রোতারার দ্বিধায় পড়ে যান কোন গান থেকে কোন গান বেশি সেরা এই নিয়ে আড্ডায় তুমুল তর্ক চলে। প্রান্ত হিন্দি গানে ও অনেক পারদর্শী,ভারতের শিল্পীরাই শুধু হিন্দি গানে সেরা নয় সুযোগ পেলে বাংলার শিল্পীরাও কাঁপিয়ে দিতে পারে এটা প্রান্ত প্রমান করেছেন।

    শ্রীমঙ্গলে ‘প্রান্ত’ অন্য সবার চেয়ে আলাদা ও একজন,যাকে বাদ দিয়ে কোনদিন শ্রীমঙ্গলের পূর্ণ সঙ্গীত সম্ভব নয়।