মিয়নমারে মুসলমানদের ওপর ফের বৌদ্ধদের হামলা, বাড়ি ঘরে আগুন

    0
    482

    আমার সিলেট ডেস্ক,২৬ আগস্ট : ময়ানমারে ফের মুসলমানদের ওপর হামলা করেছে বৌদ্ধরা। দু’দিন ধরে চলা এ হামলায় ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেছে রোহিঙ্গা মুসলমানেরা। শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে এক বৌদ্ধ তরুণী ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ বৌদ্ধরা মুসলিম লোকালয়ে চড়াও হয়। এতে আহত হয়েছে অর্ধ শতাধিক। এ পর্যন্ত ৩৫টি বাড়ি ও ১২টি দোকান আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।

    পরে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষ অন্যত্র ছড়িয়ে পড়েছে। এর আগে দেশের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে পরিকল্পিত উচ্ছেদ অভিযানে মুসলিম অধ্যুষিত রাজ্যটি প্রায় জনশূণ্য হয়ে পড়ে। এখানে প্রশাসন ও নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ উঠে। জাতিগত সংঘাতে মিয়ানমারে এ পর্যন্ত ২৫০ জন মারা গেছে। গৃহহারা হয়েছে কয়েক হাজার নারী, পুরুষ ও শিশু। যাদের অধিকাংশই মুসলমান।সুত্র- ভোরের কাগজ