মায়ানমারের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ

    0
    489

    মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম নগরী মান্দালয়ে সেনাবাহিনীর গুলিতে দু’জন সাধারণ নাগরিক নিহতসহ হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মায়ানমারে সামরিক জান্তার কবল থেকে সাধারণ নাগরিকদের জান মাল রক্ষায় জাতিসংঘের কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা উচিত।

    মায়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে জাতিসংঘ কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় সামরিক বাহিনী সে দেশের গণতন্ত্র ও মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করছে। বাংলাদেশ হতে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়াসহ মায়ানমারে গণতান্ত্রিক সরকার পুনবহালের দাবি জানিয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তর মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক আবেদ আলী।প্রেস বার্তা