মাহমুদউল্লাহকে হারাতে চান না ক্যাপ্টেন মাসরাফি

    0
    175

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৫মার্চ,স্পোর্টস রিপোর্টার: মাহমুদউল্লাহ রিয়াদকে কিছুতেই হারাতে চান না টাইগার অধিনায়ক মাসরাফি।মাহমুদউল্লাহকে দলে রাখা নিয়ে সম্প্রতি বিসিবিতে চলছে ভিন্ন রকমের এক নাটক।যে নাটকের মেইন চরিত্র হলো মাহমুদউল্লাহ রিয়াদ।সম্প্রতি বাজে পারফর্মেন্সের কারণে বাদ পড়েছেন শ্রীলংকার বিরুদ্ধে ঐতিহাসিক শততম টেস্ট ম্যাচ থেকে।

    শুধু তাই নয় মাহমুদউল্লাহকে ওয়ানডে ও টি২০ দল থেকেও বাদ দেয়া হয়েছিল।মাহমুদউল্লাহ রিয়াদের দেশে ফিরে আসার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল।এমন সময় বোর্ডের বিরুদ্ধে কঠোর হুমকি বাংলাদেশ দলপতির।রিয়াদকে দলে না নিলে শ্রীলংকা সিরিজে খেলবেন না শ্রেফ জানিয়ে দিলেন বোর্ডকে।

    ক্যাপ্টেনের চাওয়ার কারণেই ওয়ানডে ও টি২০ দলে ফিরলেন মাহমুদউল্লাহ।মাসরাফি বলেন”মানছি ওর সময়টা ভালো যাচ্ছেনা।তবে সে আমাদের অবশ্যই একজন ভালো অলরাউন্ডার।আমি তাকে চ্যাম্পিয়ন ট্রফির আগে হারাতে চাইনা”।

    সবকিছুর অবসান ঘটিয়ে দলে থাকছেন রিয়াদ।তবে এত চাপ মাথায় নিয়ে ভালো পারফর্ম করাটা রিয়াদের জন্য অবশ্যই এভারেস্ট সম বলে মনে করেন মাসরাফি।