মাশরাফির উদ্যোগে নড়াইলে এ্যাথেলেটিক্স প্রতিযোগীতা

    0
    643

    নড়াইল প্রতিনিধি: নডাইল জেলা বাংলাদেশের ক্রীডাঙ্গনের উর্বর ভূমি। ক্রিকেট ও ফুটবল ম্যাচের সফল আয়োজনের পর জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ক্রিকেট তারকা নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোতুর্জার উদ্যোগে এবার নড়াইলে অনুষ্ঠিত হল নড়াইল জেলা আন্তঃ স্কুল এ্যাথেলেটিক্স প্রতিযোগীতা-২০২১।
    আজ শনিবার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে লোহাগড়া উপজেলা শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে দিনব্যাপী প্রতিযোগীতা শেষে পুর¯কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
    মোট ২৫টি ইভেন্টে (ছেলে-১৩ মেয়ে ১২) তিন উপজেলা থেকে বাছাইকৃত শতাধিক প্রতিযোগী এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। ভার্চুয়ালী যুক্ত হয়ে অনুষ্ঠনে সভাপতিত্ব করেন সংসদ সদস্য ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মোতুর্জা ।
    ক্রিড়াপ্রেমি মাশরাফী বিন মোর্ত্তজা এমপি’র লক্ষ্য ও উদ্দেশ্য হলো,এভাবে নিয়মিত খেলাধুলা আয়োজন করার মাধ্যমে নডাইল জেলা একটি মাদকমুক্ত,সুস্থ সুন্দর আতœবিশ্বাসী তরুণ প্রজন্ম গড়ে তোলা,যে তরুণ প্রজন্ম ভবিষ্যতে আলোকিত করবে আমাদের নড়াইলকে।
    মহামারী করোনার দরুণ দীর্ঘদিন যখন বিদ্যালয় বন্ধ, এ্যাথলেটিক্স চর্চার সুযোগ যখন নেই বললেই চলে,তখন আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন তাদের আবার প্রাণচাঞ্চল্য ফিরিয়ে দিবে,যা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহযোগিতা করবে।
    সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা পরিষদেও চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস,নবাগত পুলিশ সুপার প্রবীর কুমার রায় , লোহাগড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন ,সাধারন সম্পাদক সৈয়দ মশিউর রহমান , সংসদ সদস্য মাশরাফির পিতা বিশিষ্ট সমাজ সেবক গোলাম মোর্তুজা স্বপন,নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোঃ তরিকুল ইসলাম অনিকসহ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্র্রতিষ্ঠানে শিক্ষক,প্রতিযোগী,অভিভাবক, ক্রিড়া সংগঠক,লোহাগড়াআওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধিগন এ সময় উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য,গত ২৩ ফেব্রুয়ারি লোহাগড়ার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে, ২৪ ফেব্রƒয়ারি কালিয়া সরকারি পাইলট স্কুল মাঠে এবং ২৫ ফেব্রুয়ারি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে ( কুড়ির ডোব) এ প্রতিযোগীতার বাছাই পর্ব শেষে আজ ২৭ ফেব্রুয়ারি চুড়ান্ত পর্বের প্রতিযোগীতা লোহাগড়ার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।