মাশরাফিকে মন্ত্রী করার দাবিতে নড়াইলে মানববন্ধন

    0
    252

    নড়াইল প্রতিনিধি: রাজনীতির মাঠে নেমেই বিশাল ছক্কা মেরে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি এখন দেশের জন্য খেলার পাশাপাশি নড়াইলের মানুষের সেবা করার জন্য প্রস্তুত। তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখছে নড়াইলবাসী। নড়াইল বাসী চায় তারুণ্যের প্রতীক মাশরাফিই হোক নড়াইলের প্রথম মন্ত্রী। তারই দাবীতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুমার কুন্ডু, সহ-সভাপতি আসলাম খান লুলু,সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, পৌর কাউন্সিলর মোঃ রেজাউল বিশ্বাস,নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী,জাতীয় মহিলা পরিষদ নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা,নড়াইল জেলা ছাত্রলীগের সাধারন সম্পাাদক নিলয় রাায় বাধন, নারীনেত্রী আঞ্জুমান আরাসহ অনেকে।

    বক্তরা বলেন, নড়াইল বাসীর এখন একটাই চাওয়া, অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হীরার টুকরা মাশরাফিকে মন্ত্রী সভায় স্থান দিয়ে আরেকটি উদাহরণ সৃষ্টি করবেন।
    মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য, আইনজীবি,রাজনীতিবিদ, সাংবাদিক,ব্যাবসায়ি, খেলোয়ারসহ বিভিন্ন শ্রেনী পেশারর মানুষ উপস্থিত ছিলেন।