মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে প্রথমবার মাস্ক

    0
    245

    করোনাভাইরাসের মহামারির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো মাস্ক পরেছেন। গতকাল (শনিবার) মেরিল্যান্ডের ওয়াল্টার রেড হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এ মাস্ক ব্যবহার করেন। হাসপাতালে তিনি বিভিন্ন যুদ্ধক্ষেত্রে আহত মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

    হাসপাতালের করিডোরে দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রাম্পকে মাস্ক পরা অবস্থায় দেখা যায় তবে বাকি সময় তার ধারেকাছেও সাংবাদিকদের ঘেঁষতে দেন নি। এ নিয়ে দ্যা হিল পত্রিকা এক টুইটার পোস্টে ব্রেকিং নিউজ দিয়ে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াল্টার রেড হাসপাতাল পরিদর্শন করছেন এবং তিনি মাস্ক পরেছেন।

    বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারির ছড়িয়ে পড়ার পর চিকিৎসা বিশেষজ্ঞরা মাস্ক পরার বিষয়ে জোরালো পরামর্শ দিচ্ছেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত মাস্ক পরতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন। শুধু তাই নয় তিনি এর বিরোধিতা পর্যন্ত করেছেন। এ অবস্থায় তার নিজের দল রিপাবলিকানের নেতারা ট্রাম্পকে মাস্ক পরার পরামর্শ দিয়ে বলেছেন, তাতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সমর্থন বাড়বে।পার্সটুডে