মানবাধিকার কর্মীরাও নির্যাতনের শিকার হচ্ছেনঃশহিদুল ইসলাম

    0
    238

    আমারসিলেট24ডটকম,১০ডিসেম্বরঃ সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সমাজে পদে পদে মানুষ মানবাধিকার লঙ্গনের শিকার হচ্ছেন। মানবাধিকার রক্ষায় সমাজের সকল সচেতন ব্যক্তিকে এগিয়ে আসতে হবে। এখন মানবাধিকার কর্মীরা ও নির্যাতনের হাত থেকে রেহাই পাচ্ছেনা। এজন্য সরকারসহ সকলকে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এক মানববন্ধন কর্মসূচী শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    মানবাধিকার সংগঠন অধিকার সিলেট এর কো-অর্ডিনেটর সাংবাদিক মোঃ মুহিবুর রহমানের পরিচালনায় মানবন্ধন কর্মসূচীতে অংশ নেন সিলেট মেট্রোপলিটন ল’কলেজের উপাধ্যক্ষ ও সি,এল,এটির চেয়ারম্যান এম, শহিদুল ইসলাম, বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন সিলেট এর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান, মানবাধিকারকর্মী চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, আনোয়ার হোসেন, এডভোকেট সৈয়দ কাওছার আহমদ, এডভোকেট সৈয়দ ফজলে এলাহি, মানবাধিকার কর্মী মোহাম্মদ শাহ আলম, মোস্তাফিজুর রহমান, রোটারিয়ান আব্দুছ ছালাম, জুনেদ আহমদ, সমাজ কর্মী ছাব্বির আহমদ, ইসলামিক টেলিভিশনের সিলেট প্রতিনিধি শাহজাহান সেলিম বুলবুল, ফটো সাংবাদিক মামুন হাসান, মোঃ জাকির হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ রাশেদুজ্জামান রাশেদ, খায়রুল হাসান, তাওহিদ আহমদ, নূর মিয়া, সাইফুল আরেফিন (লিমন), সমাজসেবক সিদ্দিকুর রহমান সাদেক, আবদাল হোসেন নাহিদ প্রমূখ।

    মানববন্ধন কর্মসূচী শেষে মানবাধিকার সংগঠন অধিকার সিলেট এর কো-অর্ডিনেটর সাংবাদিক মোঃ মুহিবুর রহমানের নেতৃত্বে মানবাধিকার কর্মীরা আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পৃথক পৃথক স্মারক লিপি সিলেটের জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) এ,জেড,এম নুরুল হক, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মিজানুর রহমান ও সিলেটের পুলিশ সুপার বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।