মানবতাবিরোধী মামলায় সাকার বিরুদ্ধে রায় উপস্থাপন

    0
    231

    আমারসিলেট 24ডটকম,০১অক্টোবর: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জাড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় জাতীয় সংসদের প্রধান বিরোধীদল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী এমপির বিরুদ্ধে রায় উপস্থাপন শুরু করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল দশটা ৪৫ মিনিটে ১৭২ পৃষ্ঠার এ রায়ের প্রথম অংশ উপস্থাপন শুরু করেন বিচারপতি আনোয়ারুল হক। এরপর সকাল দশটা ৪৩ মিনিটে সূচনা বক্তব্য দেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি একেএম ফজলে কবীর। তার এক মিনিটের বক্তব্য শেষ হলে মোট ১৭২ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া শুরু হয়। রায়ের দ্বিতীয় অংশ পড়বেন ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং সবশেষে মূল রায় ঘোষণা করবেন চেয়ারম্যান বিচারপতি একেএম ফজলে কবীর।
    এর আগে আজ মঙ্গলবার সকাল ১০টায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইবুনাল হাজতে আনা হয়েছে। একটি প্রিজন ভ্যানে করে হাইকোর্টের পাশে অবস্থিত ট্রাইব্যুনালের পেছনে শিশু একাডেমি সংলগ্ন ফটক দিয়ে ভেতরে আনা হয়েছে। হাজতে প্রবেশ করে প্রথমেই তাকে ধূমপান করতে দেখা গেছে। এদিকে বিএনপি নেতা সাকা চৌধুরীর মামলার রায়কে কেন্দ্র করে আজ মঙ্গলবার ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ট্রাইব্যুনালের দুটি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় টহল দিচ্ছে পুলিশের সাঁজোয়া যান। সংশ্লিষ্টদের তল্লাশি করে ট্রাইব্যুনালের ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে। রায়ের বিস্তারিত আসছে ।