মাধবপুরে উদ্ধারকৃত সচল মর্টারশেল ধ্বংস

    0
    194

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২১মে,নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে উদ্ধারকৃত মর্টারশেল ধ্বংস করেছে সিলেট জালালাবাদ সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম।
    রোববার (২১ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার সোনাই নদীর পাড়ে বোমা ডিসপোজাল টিমের ক্যাপ্টেন আনিসুর রহমানের নেতৃত্বে এটি ধ্বংস করা হয়।
    সূত্রে জানা যায়, রোববার (১৯ মার্চ/২০১৭) দুপুরে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে রহিছ মিয়ার পুকুর খনন করতে গিয়ে মর্টারশেলটি উদ্ধার করে শ্রমিকরা। তখন স্থানীয় লোকজন ৫৫ বিজিবির মনতলা সীমান্ত ফাঁড়িতে খবর দিলে হাবিলদার মফিজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি উদ্ধার করে ক্যাম্পের হেফাজতে নিয়ে যায়।
    ৫৫ বিজিবির মনতলা সীমান্ত ফাঁড়ির সুবেদার জয়েন উদ্দিন সাংবাদিকদের জানান, মর্টারশেলটি উদ্ধারের পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মাধ্যমে জানান যায় মুক্তিযুদ্ধের সময় মর্টারশেলটি ব্যবহার করা হয়নি। যে কারণে এটি সচল রয়েছিল। তাই ধ্বংস করা হয়।