মাদ্রাসায়ে আশরাফীয়া আহলে সুন্নাত মোখতারুল উলুম’র যাত্রা

    0
    264

    মিনহাজ তানভীরঃ কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী উপজেলা হাওড় বেষ্টিত অষ্টাগ্রামের সুন্নী মুসলমানদের মধ্যে সিলসিলায়ে আশরাফীয়ার অনুসারীদের দীর্ঘদিনের স্বপ্ন একটি সুন্নি প্রতিষ্টান, আল্লাহর রহমতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেগাহ ক্রমে এবং তারেকে সালতানাত গাউসুল আলম শাহ সৈয়্যদ মাখদুম আশরাফ জাহাগীর সিমনানী পাকের (রাঃ) নেক নজরে হুজুর কায়েদে মিল্লাত প্রতিষ্টা করলেন অষ্টাগ্রাম উপজেলার মসজিদ জাম এলাকার মৌলভীবাড়ীতে “মাদ্রাসায়ে আশরাফীয়া আহলে সুন্নাত মোখতারুল উলুম”।

    গতকাল কায়েদে মিল্লাত আলে রাসুল ﷺ আউলাদে গাউছে পাক শাহ সৈয়্যদ মুফতি মুহাম্মদ মাহমুদ আশরাফ আল আশরাফী আল জিলানী (মাঃজিঃআঃ) এর নির্দেশক্রমে মাখদুম পাকের পবিত্র ফাতেহার মাধ্যমে প্রতিষ্ঠিত মাদ্রাসার আনুষ্ঠানিক ভর্তি কার্যক্রম শুরু হয়।

    মাদ্রাসাটি আওলাদে গাওছে পাক,আলে রাসুল ﷺ সৈয়দ মোখতার আশরাফ আল আশরাফী আল জিলানীর (রাঃ) নাম করনে নাম করা হয়েছে।

    উক্ত উনুষ্টানে সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক ও সিনিয়র সাংবাদিক আশরাফুল হক খুররম আশরাফী, পবিত্র কোরআনুল করীম থেকে তেলাওয়াত করেন হাফেজ বায়েজিদ আহমদ খান আশরাফী ,নাতে রাসুল ﷺ পরিবেশ করেন মোহাম্মদ আল আমিন আশরাফি,বক্তব্য রাখেন,আঞ্জুমানে আশরাফীয়ার কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি সুন্নিয়তের ত্যাগী নেতা মাহবুবুল আলম চৌধুরী আশরাফী, আল জামিয়াতুল আশরাফীয়া ইজহারুল উলুম ঢাকা এর অধ্যক্ষ হাফেজ ক্বারী মুফতি মাওলানা আসাদুল্লাহ আশরাফী, আল জামেয়াতুল আশরাফিয়া ইজহারুল উলুম এর প্রশাসনিক কর্মকর্তা (মুহতামিম) মুফতি মাওলানা নুহ আলম আশরাফী,অনুষ্টানে সহযোগিতা করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, অষ্টগ্রাম উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক হায়দারী বাচ্চু আশরাফী।

    অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যবসায়ী, কাজী মাওলানা জসিম উদ্দিন ছিদ্দীকী আশরাফী এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,২ নং কাস্তুল ইউনিয়ন এর চেয়ারম্যান সাইফুল হক রন্টি,মাও, রফিকুল ইসলাম ভুইয়া আশরাফী,বেনজির আহমেদ ছিদ্দিকী আশরাফী,সাবেক ছাত্র নেতা মাওলানা রেদওয়ানুল হক আশরাফী,সাবেক ছাত্র নেতা কাজী মাওলানা আব্দুল কুদ্দুছ আশরাফী,হাফেজ আব্দুল মান্নান আশরাফী, মাওলানা রফিকুল ইসলাম আশরাফী,হাবিবুর রহমান রেজভী,পল্লী চিকিৎসক নাসির আশরাফী,পল্লী চিকিৎসক কাউসার আলম আশরাফী,মাওলানা তানভীর আহমদ আল কাদ্বেরী প্রমুখ।

    এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ মেজবাহুল হোসাইন শাহজাদা মিয়া আশরাফী,সাবেক সিভিল সার্জন ডা. লুতফুর রহমান খান আশরাফী,ডাক্তার মীর আলগীর হোসেন বাদল,মাওলানা আব্দুল ওয়াহেদ আশরাফী,মাওলানা সাইদুল হক মুতাইত সাদী আশরাফী,মাওলানা সেলিম আশরাফী,মাওলানা মাজহারুল আশরাফী,মাওলানা সুহেল আহমদ আশরাফী,এনায়েত উল্লাহ মেম্বার আশরাফী,ফুল মিয়া মেম্বার আশরাফী,তনজু মিয়া মেম্বার আশরাফী,নুরুল ইসলাম মেম্বার আশরাফী,আতিকুল হক জুনাইদ রিমন আশরাফী ,একরামুল হক সাব্বির,দিদার আশরাফী,নসিম খান আশরাফী,হাবিবুর রহমান হাবিব আশরাফী,মাওলানা আবু সুফিয়ান খান আশরাফী,মাওলানা আজহার আশরাফী,মাওলানা নিজাম উদ্দিন আশরাফী,পল্লী চিকিৎসক ইদ্রিস ভুইয়া আশরাফী,মুহাম্মদ বিল্লাল আশরাফী,,ফয়েজ আশরাফী,মুহাম্মদ জহির আশরাফীসহ আর অনেক  বিশিষ্ট গন্যমান্য স্থানীয় ব্যাক্তিবর্গ।

    পরিশেষে মিলাদ ﷺ কিয়াম ও ফাতেহা আদায় করে সারা দুনিয়ায় মুসলিম উম্মাহসহ বাংলাদেশের সুখ শান্তি কামনা করে মুনাজাত করা হয়।

    উল্লেখ্য, উদ্বোধনী মোনাজাত মাহফিলে অংশগ্রহণ করেন অত্র মাদ্রাসার ভুমি ওয়াকফ দাতা মিসেস রিফাত সুলতানা রিমা আশরাফী এবং উনার পরিবারবর্গ ও স্বজনরা।