মাদক মামলায় ফাঁসাতে গিয়ে অবশেষে এএসআই প্রত্যাহার

    0
    197

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০১মে,এম এ কাদেরঃ   ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের এক হোটেল কর্মাচারীকে মাদক  মামলায় ফাঁসাতে গিয়ে  এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার নাসিরনগর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহিন উদ্দিনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রাম থেকে অলিল মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেন এ, এস,আই মাহিন উদ্দিন এবং বলা হয় যে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃত অলিল মিয়া ভাল লোক ও তাঁকে ফাঁসিয়ে দেয়া হয়েছে বলে এলাকায় অভিযোগ উঠে। এলাকার লোকজন এ বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ ও করে। এরই প্রেক্ষিতে শনিবার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান  ঘটনার তদন্ত করে সত্যতা পান।

    এ বিষয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মনিরুজ্জামান  জানান, এ, এস,আই মাহিন উদ্দিনের বিরুদ্ধে উঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে আজ রবিবার তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ন্যাস্ত করা হয়েছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু জাফর এ তথ্য নিশ্চিত করে জানান,উর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে নিয়ে গেছেন। তার বিরুদ্ধে একটি বিষয়ে অভিযোগ উঠার পর এ ব্যবস্থা নেয়া হয়।

    এদিকে স্থানীয়দের দাবী ওই এএসআই এর বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে, শুধু  লাইনে পাঠালেই তার বিচার হবে না।