মাদক চোরাকারবারির অভিযোগে শিরোশ্ছেদ

    0
    225

    আমারসিলেট24ডটকম,২৭নভেম্বরঃ সৌদি আরবের ইসলামী আদালত কর্তৃপক্ষ মাদক চোরাকারবারি অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত পাকিস্তানি এক ব্যক্তির শিরোশ্ছেদ করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। হেরোইন পাচারের চেষ্টার সময় ধরা পড়েছিল পাকিস্তানি ওই নাগরিক।ধরা পড়ার পর সাথে থাকা হেরোইনের প্যাকেট গিলে ফেলে সে।তবে তার কাছে কি পরিমাণ হেরোইন ছিল, সে সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি। সৌদির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে  অভিযুক্ত ওই ব্যক্তির শিরোশ্ছেদ করা হয়েছে বলে একটি গণমাধ্যম প্রকাশ করে।দেশটিতে এ বছরে মোট ৭২টি মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হলো। ২০১২ সালে সৌদি আরবে ৭৬টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। অবশ্য, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটসের পরিসংখ্যান অনুযায়ী, ওই বছর ৬৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ধর্ষণ, হত্যা, সশস্ত্র ডাকাতি, মাদক চোরাচালান ইত্যাদি গুরুতর অপরাধে মৃত্যুদণ্ড দেয়ার বিধান রয়েছে সৌদি আরবের ইসলামিক আদালতে।সুত্র,এএফপি