মাদকাসক্ত কোন নেতা-কর্মী আমার সাথে থাকতে পারবে না

    0
    481

    ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন

    ডেস্ক নিউজঃ  ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন শনিবার সকালে উপজেলার মনসুরাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্টানে বলেছেন, ‘মাদকাসক্তি কোন নেতা-কর্মী আমার সাথে থাকতে পারবে না।’

    অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তার হাতকে শক্তিশালী করতে উন্নয়নের পাশাপাশি ফরিদপুর-৪ আসনের কোন ব্যাক্তি মাদক ব্যবসা বা মাদকসেবী থাকতে পারবে না। একই সঙ্গে যারা মাদকের সঙ্গে এখনও জড়িত আছে তারা আমার সঙ্গে কাজ করতে পারবে না। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনাকারী সুতরাং মাদককে না বলে সুন্দর ভাবে জীবন যাপন করতে হবে।’

    সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন আরো বলেন, ‘সামনে উপজেলা পরিষদ নির্বাচন। সেখানে মাদকাসক্তি কোন ব্যক্তিকে ভোট না দিতে আহবান জানান। ভাঙ্গা উপজেলার প্রায় ৭ লাখ লোকের বসবাস। এসব মানুষের দায়িত্ব যেন কোন মাদকসেবীর হাতে না যায়।’

    বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি কাঈয়ুম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংসদ নিক্সন চৌধুরীর মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী এস.এম. হাবিবুর রহমান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ওবায়দুর খন্দকার মামুন, হামেরদী ইউপি চেয়ারম্যান এ্যাড. শামচুল আলম রাসেল, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেপ মাতুব্বর, হামেরদী ইউপি সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ, হেমায়েত হোসেন, জিএস লাবলু মুন্সি, হায়াত মোল্লা প্রমুখ।ইত্তেফাক