মাতৃভাষা দিবসে ‘কন্ঠকথা’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

    0
    319

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১ফেব্রুয়ারিঃ  মহান একুশে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে প্রতিবছরের ন্যায় এবারও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘একুশে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদাতারা রক্তদান করেন। স্থানীয় সাহিত্য-সংস্কৃতি ও সমাজসেবা সংগঠন কণ্ঠকথা’র উদ্যোগে ও সিলেটের মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, প্রাথমিক শিক্ষক সমিটির সভাপতি জহর তরফদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাশীষ চৌধুরী রাজা, সাপ্তাহিক আলোকন পত্রিকার সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরী প্রমুখ।
    একুশে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সমন্বয়ক অনুজকান্তি দাশ জানান, ২০০৭ সাল থেকে প্রতিবছর কন্ঠকথার উদ্যোগে রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয় এবং এর মাধ্যমে শ্রীমঙ্গলে রক্তদাতাদের একটি তালিকা তৈরী হয় যা বছরের অন্যান্য সময় জরুরীভাবে রক্তের প্রয়োজন পড়লে রক্তদাতাদের থেকে রক্ত সংগ্রহ করা যায়। রক্তদাতাদের রক্তদানের পর রক্তদাতা কার্ড, সনদপত্র ও উপহার প্রদান করা হয়।