“মাঝির ওপিঠ”

    0
    236

     -জালাল আহমেদ জয়

    যা দেখেও দেখি না কিছুই;পেয়েও অধরা
    চেয়েও চাই না ভেবেও যায় না
    নিরাগ হৃদয়ে হতবাক এটাক
    ধ্রুমধ্রুম করে নেঁচে ওঠে
    কদমমালা
    জেগে ওঠে সকালে
    বীণাময় কলিজার সুর

    এমনই মধুরুরতা
    মাধুবীর হেঁটে চলায়
    দেখেও দেখি না
    ভেবেও ভাবি না
    পেয়েও পাই না

    ডুবতে ডুবতে সাগরের তলে বসে
    খুঁজে পাই কবিতা
    সাধ ছিলো বৈঠা নায়ে মাঝি হবো
    জলের নিছে পড়ে রইলাম
    নায়ে আর ওঠা হলো না।