মাওলানা ভাসানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী কাল

    0
    313

    আমার সিলেট  24 ডটকম,১৬নভেম্বরঃ আগামীকাল রবিবার ১৭ নভেম্বর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৭তম  মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগন এই মহান নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আলাউদ্দিন সকাল ৭টায় মাওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসুচি শুরু হবে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও মাওলানা ভাসানীর মুরিদানরা তার মাজারে পুস্পস্তবক অপর্ণ করবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সংগঠন মাজার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করেছে। মাজার প্রাঙ্গনে মেলাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। উল্লেখ্য, এই দেশবরেণ্য নেতা ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ৯৬ বছর বয়সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি টাঙ্গাইলের সন্তোষে চিরনিদ্রায় শায়িত আছেন। তিনি ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া  গ্রামে জন্মগ্রহণ করলেও তার জীবনের অধিকাংশ সময় কাটে টাঙ্গাইলে। তার পিতার নাম হাজী শরাফত আলী খান। তিনি আমৃত্যু কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য সংগ্রাম করেগেছেন ।