মহিলাদের উত্ত্যক্ত করায় এক রিপ্রেজেনটেটিভকে জরিমানা

    0
    216

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫নভেম্বর: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে মহিলা রোগীদের উত্ত্যক্ত করায় এক মাতলকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তনময় ইসলাম মাতাল জাকির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

    জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে পৌরসভার চন্দনা গ্রামের মেহের উল্লার পুত্র জাকির হোসেন (২৭) মদ পান করে মাতলামি করে হাসপাতালের মহিলা ওয়ার্ডের রোগীদের উত্ত্যক্ত করতে শুরু করলে সাংবাদিক ফারুক মিয়া এতে বাধা দিলে জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে হুমকি-ধামকি দেয়।

    ঘটনাটি জেনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ দেবাশীষ দেবনাথ পুলিশকে খবর দিলে বুধবার সকাল ১০টায় মাতাল জাকিরকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    উল্লেখ্য যে, সে প্রতিদিন রাতে হাসপাতালের মহিলা ওয়ার্ডে গিয়ে মহিলাদেরকে উত্ত্যক্ত করে আসছিল। সে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানীর রিপ্রেজেনটেটিভ হিসেবে কাজ করে।