মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেয়ালিকা ‘সংশপ্তক’ প্রকাশ

    0
    271

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এমসি কলেজ শাখার উদ্যোগে আজ ২৩ মার্চ’১৯ দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে দেয়াল পত্রিকা “সংশপ্তক” উদ্বোধন করা হয়। এম.সি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের লিখা প্রকাশিত “সংশপ্তক’ পত্রিকাটি প্রকাশিত হয়। সংগঠন এম.সি কলেজে শাখার সংগঠক আকরাম হোসেনের স ালনায় দেয়াল পত্রিকা প্রকাশের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন সমাজতান্ত্রিক ছাত্র প্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস,কলেজ শাখার আহ্বায়ক সাদিয়া নোশিন তাসনিম,সাধারন সম্পাদক আল আমিন,পিংকি চন্দ,সুমিত কান্তি দাস প্রমুখ। আলোচনা শেষে দেয়াল পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠন নগর শাকার সভাপতি সঞ্জয় কান্ত দাস।
    আলোচনা সভায় বক্তারা বলেন, যে লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছি, আজও স্বাধীনতার সেই চেতনা বাস্তবায়ন হয়নি। দেশের সর্বত্র পাহাড় প্রমাণ বৈষম্য, কোথাও জীবনের নিরাপত্তা নেই। কর্মক্ষম যুব শক্তি বেকার,চাকরি নেই। শিক্ষাঙ্গনে চলছে একই অবস্থা,টাকা যার শিক্ষা তার এই নীতির বাস্তবায়ন চলছে। ক্যাম্পাসগুলোতে চলছে সন্ত্রাস দখলদারিত্ব। এম.সি কলেজসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গত ২৮ বছর ধরে বন্ধ আছে ছাত্র সংসদ নির্বাচন। ফলে মত প্রকাশ,গ্রহণ বর্জনের পরিবেশ নেই অর্থাৎ একটা গণতান্ত্রিক পরিবেশ নেই। যা প্রকারান্তরে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। ফলে ছাত্রদের মধ্যে মুক্তিযুদ্ধে প্রকৃত চেতনা ছড়িয়ে দিতে, একদল সৃজনশীল মানুষ তৈরি করতে আমাদের এই আয়োজন। প্রেস বার্তা