মসজিদের দেয়াল ধ্বসে ১০বছরের এক পথচরী শিশুর মৃত্যু

    0
    219

    নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার পুরনো কেন্দ্রীয় মসজিদ ভাঙ্গার সময় ইটের দেয়াল ধ্বসে আকাশ মোল্যা নামে ১০ বছরের এক পথচরী শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    জানাগেছে, কালিয়া উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদটি সরকারীভাবে নতুন ভবন নির্মাণের জন্য পুরনো মসজিদটি ভাঙ্গার কাজ চলছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মসজিদের রাস্তার পাশের দেয়ালের একটি অংশ ধ্বসে পড়ে। এসময় পৌরসভার বড়কালিয়া এলাকার হোসাইন মোল্যার ছেলে আকাশ মোল্যা চাপা পড়ে এবং গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
    কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, সরকারীভাবে নতুনভাবে মসজিদ নির্মাণের জন্য পুরনো মসজিদটি ভেঙ্গে ফেলার কাজ চলছিলো। বৃষ্টির কারনে ওয়ালের একটি অংশ রাস্তার ওপর ধ্বসে পড়লে ওই শিশুটির মাথা ও পা সহ শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।