মন দিয়ে লেখাপড়া করবে,মানুষের মতো মানুষ হবেঃপ্রধানমন্ত্রী

    0
    214

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২মার্চঃ  জঙ্গিবাদ কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেথ হাসিনা বলেছেন, “যারা বিপথে যাচ্ছে তারা যেন সৎ পথে ফিরে আসে। জঙ্গিবাদ, সন্ত্রাস, আত্মহননের পথ যেন বেছে না নেয়।,জঙ্গিবাদ,সন্ত্রাস,মাদকের বিরুদ্ধে যা যা করা দরকার আমরা করব।”

    রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবসে শিশু-কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, ‘লাখো শহীদের বিনিময়ে আমার এই স্বাধীনতা পেয়েছি। একে আরো সমুন্নত করতে হবে।’
    শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “তোমরা বাবা-মায়ের কথা শুনবে, অভিভাবক-শিক্ষকের কথা শুনবে। মন দিয়ে লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে। সৎ পথে চলবে। সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকে জড়াবে না।”

    শেখ হাসিনা বলেন, ‘আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। এরাই একদিন দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী হবে। এসব শিশুরা আগামী দিনে নেতৃত্ব দেবে। নিজেদের সেভাবে গড়ে তুলতে হবে।’

    আজকের প্রজন্ম আগামী দিনের সোনার বাংলার গড়ে তুলবে বলে আশা প্রকাশ করে তিনি।