মতিউর রহমান নিজামীর রায় যে কোন দিন

    0
    224

    আমার সিলেট  24 ডটকম,১৩নভেম্বরঃ জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার  রায় যে কোন দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বুধবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ থেকে এ ঘোষণা দেন।গত ৬ নভেম্বর  রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শেষ করেন। এরপর গত ৭ নভেম্বর যুক্তি খণ্ডন করেন নিজামীর আইনজীবী মিজানুল ইসলাম। গত রবিবার থেকে হরতালের কারণে নিজামীর সিনিয়র কোনো আইনজীবী আদালতে হাজির হননি। তবে ট্রাইব্যুনাল তাদেরকে লিখিত যুক্ত উপস্থাপনের নির্দেশ দেন। সোমবার ও মঙ্গলবার তারা কোনো যু্ক্তি উপস্থিত না করলে  বুধবার তাদের শেষ সুযোগ দেন আদালত। তবে আজও তারা আদালতে উপস্থিত না হলে ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

    ১৯৭১র মুক্তিযুদ্ধের সময়কার মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ১৬টি অভিযোগ এনে গত বছরের ২৮ মে নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উস্কানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যাসহ মোট ১৬টি ঘটনায় এ অভিযোগ আনা হয়।এর আগে একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করা হয়। পরে একই বছরের ২ আগস্ট এক আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।