ভ্যাটের হার কমানোর সুযোগ নেই “সিলেটে অর্থমন্ত্রী”

    0
    281

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৮জুন,হাবিবুর রহমান খান,স্টাফ রিপোর্টারঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত,  মূল্য সংযোজন করের (ভ্যাট) হার নিয়ে ফের নিজের অনড় অবস্থানের কথা জানিয়েছেন আজ।ব্যবসায়ী সহ বিভিন্ন গোষ্ঠি ১৫ শতাংশ ভ্যাট প্রয়োগের প্রস্তাব পুণর্বিবেচনার দাবি জানানো হলেও অর্থমন্ত্রী তার বক্তবে জানিয়ে দিয়েছেন-এটি কমানোর সুযোগ নেই। একই সঙ্গে ব্যাংকে গচ্ছিত অর্থের উপর আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।

    বৃহস্পতিবার মদন মোহন কলেজকে সরকারীকরণের অংশ হিসেবে প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের নিকট হস্থান্তর উপলক্ষে ‘ডিড অব গিফট নিবন্ধন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি এই কলেজটির ম্যানেজিং কমিটিরও সভাপতি।
    অর্থমন্ত্রী আরো বলেন, আবগারী শুল্ক প্রত্যাহারে আমার কোনো পরিকল্পনা নেই। তবু এ ব্যাপারে সংসদে আলোচনা হবে। সংসদই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

    অর্থমন্ত্রী বলেন, এক লাখের নিচে ব্যাংকে টাকা রাখলে কোনো শুল্ক দিতে হবে না। আগে বিশ হাজার টাকা রাখলেই শুল্ক দিতে হতো।
    কলেজ অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারন সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। এছাড়া অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষামন্ত্রনালয়ের কর্মকর্তা ও কলেজের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।