ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে শ্রীমঙ্গলে র‍্যালী

    0
    265

    নিজস্ব প্রতিনিধিঃ ‘ভোটার হব ভোট দেব’ এই প্রতিপাদ্যে দেশজুড়ে শুরু হয়েছে ভোটার দিবস উদযাপন। এ উপলক্ষে  আজ সকালে  শ্রীমঙ্গল উপজেলার প্রশাসন ও নির্বাচন কমিশন এর আয়োজনে উপজেলা চত্বরে “ভোটার হব ভোট দেব” এই শ্লোগানকে উপলক্ষ্য করে এক আনন্দ ঘন পরিবেশে পালন করা হয়েছে “জাতীয় ভোটার দিবস-২০১৯”। এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

    ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে শ্রীমঙ্গলে র‍্যালী ও আলোচনার সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণসহ অন্যান্য নাগরিক বৃন্দ উপস্থিত ছিলেন।   

    প্রসঙ্গত, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, এখন থেকে ভোটার দিবসের দিন থেকেই ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। তবে এবার মার্চজুড়ে উপজেলা পরিষদ নির্বাচন থাকায় পহেলা এপ্রিল থেকে হালনাগাদের কাজ শুরু হবে। তিনি আরও জানান, এবারও বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। একইসঙ্গে প্রথমবারের মতো মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের তথ্য আগেভাগেই সংগ্রহ করা হবে। এতে ইসির কাজ অনেক সহজ হয়ে যাবে।