ভূমি কর্মকর্তা দুর্নীতির মামলায় কারাগারে

    0
    222

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮এপ্রিল,ডেস্ক নিউজঃ   ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে দুর্নীতির একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

    আজ রোববার ঢাকা মহানগর হাকিম একেএম মইনুদ্দিন সিদ্দিকী উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

    এর আগে কুতুব উদ্দিন আহমেদকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মির্জা জাহিদুল আলম।

    অপরদিকে কুতুব উদ্দিন আহমেদের পক্ষে আইনজীবী শাহনাজ আক্তারসহ কয়েকজন আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। দুদকের পক্ষে আবুল হাসান জামিনের বিরোধিতা করেন। রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে দুদক তাকে গ্রেপ্তার করে।

    সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তার শ্বশুরসহ কয়েকজনের নামে বরাদ্দ নেওয়ার অভিযোগে রোবারই তার বিরুদ্ধে একটি মামলা হয়।

    দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম বাদী হয়ে গুলাশন মডেল থানায় ওই মামলাটি দায়ের করেন।