ভূমিষ্ঠ হয়েই হাঁটার চেষ্টা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও

    0
    265

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০মে,ডেস্ক নিউজঃ বাইরের দুনিয়ায় ভয়ঙ্কর প্রতিযোগিতা। এক মুহূর্ত নষ্ট করা চলবে না। মায়ের পেটে থাকতেই সে কথা টের পেয়েছিল। তাই ভূমিষ্ঠ হয়েই গটগটিয়ে চলতে চেষ্টা করল সদ্যজাত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

    আর্লেত আরান্তেস নামের এক ব্রাজিলিয়ান নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন। তাতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় তোয়ালের ওপর সদ্যোজাত শিশুটিকে ধরে রেখেছেন নার্স। তাঁর হাতে ভর করে উঠে দাঁড়াল সে। তারপর হাতের ওপর ভর করেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে শুরু করল।

    বিশ্বাস করতে পারছিলেন না সেখানে উপস্থিত লোকজন। তাদের দেখাতে শিশুটিকে তোয়ালের ওপর সরিয়ে নিয়ে আনলেন নার্স। কিন্তু ফের একই দৃশ্য নার্সের হাতে ভর করে দাঁড়িয়ে চলতে শুরু করল শিশুটি। তবে এবার নার্সের ওপর বিরক্ত, যথেষ্ট বিরক্ত সে। তাই হাতের ওপর ঝুঁকে পড়ে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগল।’ সাধারণত জন্মের ১২ মাস পর হাঁটতে শুরু করে শিশু। তাই সদ্যোজাতের এমন কাণ্ড কারখানা দেখে তাজ্জব গোটা দুনিয়া। এখনও পর্যন্ত প্রায় ৫ কোটি মানুষ ভিডিওটি দেখেছেন। শেয়ার করেছেন প্রায় ১৩ লক্ষ জন।সুত্রঃ ওয়েবসাইট

    নিচের লিংকে ক্লিক করে ভিডিও দেখুন: