ভাষা শহীদদের প্রতি আহম্মদাবাদ ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

    0
    224

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২ফেব্রুয়ারী,চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ   পরম মমতা ও ভালোবাসায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বারসহ অনেকেই। তাদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। একুশের প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞচিত্তে ভাষাশহীদদের স্মরণ করছে। রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি, আর তারই সিঁড়ি বেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা।
    প্রতি বছরের মতো এবারও অমর একুশের প্রথম প্রহরে রাতের নিস্তব্ধতা ভেঙে শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে, শহীদ মিনারে গত ২১ ফেব্রুয়ারী রোজ সোমবার রাত্রী ১২টা ১মিনিটে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

    এসময় আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড হাইস্কুল এন্ড কলেজ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক মো: হাছন আলী মেম্বার, আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আলাউদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আমুরোড বাজার সেক্রেটারী মো: মিজানুর রহমান (মিজান), ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি উস্তার মিয়া ও সেক্রেটারী শফিকুর রহমান শাফু মেম্বার, দৈনিক নবচেতনা পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি এম এস জিলানী আখনজী, ইউনিয়ন শ্রমিকলীগ সেক্রেটারী শাহিনুল হক ও  ছাত্রলীগ সদস্য সাইফুল ইসলাম প্রমূখ।

    বিভিন্ন সহযোগী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক, ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্থরের মানুষ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।