ভারতে পাচারের সময় সীমান্তে ১৪ স্বর্ণের বারসহ আটক-১

    0
    212

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯আগস্ট,বেনাপোল প্রতিনিধিঃ   ভারতে পাচারের সময় শুক্রবার বিকেলে বেনাপোলের বড়আঁচড়া সীমান্ত থেকে ১৪ পিচ স্বর্ণের বারসহ কদর আলী (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছ বিজিবি সদস্যরা। সে বেনাপোলের দৌলতপুর গ্রামের মৃত আমানত মোড়লের ছেলে ।

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর-৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, বড়আঁচড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কদর আলীকে আটক করে। পরে তার দেহ তল্লাশী ১৪ পিচ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

    আটক সোনার মূল্য ৫৬ লাখ টাকা বলে বিজিবি জানায়। উদ্ধারকৃত স্বর্ণের বার বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হযেছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। #